mobile review website with table content |
How to make mobile review website in Blogger with table content
ব্লগিং করার জন্য অনেক ধরনের নিশ আছে। মোবাইল রিভিউ তাদের মধ্যে অন্যতম। বলতে গেলে মোবাইল রিভিউ নিশ হলো একটা ভাইরাল নিশ। আপনি যদি আপনার সাইটকে খুব কম সময়ে ভাইরাল করতে চান তাহলে আমি বলবো আপনি মোবাইল রিভিউ নিয়ে কাজ করেন। যেকোনো ওয়েবসাইটকে খুব কম সময়ে ভাইরাল করতে চাইলে মোবাইল রিভিউ নিশের বিকল্প নেই।
যেকোনো ব্লগ সাইটকে ফোন রিভিউ সাইটে রুপান্তর করার জন্য আপনাকে সর্বপ্রথমে জানতে হবে একটা মোবাইল রিভিউ সাইটের কনটেন্ট গুলো কি? কি?
- সদ্য রেলিজ হওয়া ফোনের রিভিউ
- যেকোনো ফোনের ডিজাইন, হার্ডওয়্যার বা সফটওয়্যার নিয়ে আলোচনা
- সর্বশেষে সেই ফোন সম্পর্কে আপনার মতামত কি সেটা বলা
আর এই তিনটি বিষয় যে কোনো ওয়েবসাইটে সুন্দর করে প্রেজেন্ট করতে পারলে আপনার সাইটটি রেঙ্ক করা সম্ভব হবে ইনশাআল্লাহ। এছাড়াও একটা ওয়েবসাইট রেঙ্ক করানোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো ব্যাকলিংক। আপনি যদি না জেনে থাকে কীভাবে ব্যাকলিংক তৈরি করতে হয়? তাহলে আমাদের নিচের গাইডটি দেখে আপনার সাইটের জন্য ব্যাকলিংক তৈরি করে নিতে পারেন।
আরো পড়ুনঃ How to create backlink by Guest Posting?
উপরের তিনটি বিষয় যেকোনো ব্লগার সাইটে বা যেকোনো সাইটে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য আপনার প্রয়োজন Mobile Specification Table। ব্লগারে এই Mobile Specification Table টি HTML এবং CSS এর মাধ্যমে তৈরি করা হয়। আপনাদের সুবিধার্থে Mobile Specification Table কোড সহ সম্পূর্ণ একটা পোষ্টের টেমপ্লেটের কোড এবং কাস্টোমাইজেশন টিউটোরিয়াল নিচে দেওয়া হলোঃ
এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ঃ Download Code
How to Customize this Phone Specification Table
আশা করি এখন আপনি আপনার ব্লগ সাইটকে একটা মোবাইল রিভিউ সাইটে রূপান্তর করতে সক্ষম হয়েছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে নির্দিধায় আপনার সমস্যা উল্লেখ পূর্বক একটা কমেন্ট করুন। আমরা যত দ্রুত সম্ভব আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো। এতক্ষন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
ai HTML code jodi use kori tahoe ki copyright hobe ..?/
ReplyDeletena
ReplyDeleteNice information
ReplyDeleteamaritnews24.xyz | Tech News Bangla - বাংলা ভাষার নিয়মিত একটি টেক ব্লগ |
Amar IT News 24
HelpFull
ReplyDeletefor mobile and laptop review visit : https:www.tekodiscovery.com
ReplyDeleteCode copy kore past korce bad them ta save hocce na
ReplyDelete