How to remove solve ?m=1 issue from blogger link - Freelancer Guideline

How to remove ?m=1 from blogger link


আপনি কি আপনার ব্লগার ওয়েবসাইট থেকে বা আপনার ব্লগার সাইটের ‍লিংক থেকে ?m=1 রিমুভ করতে চাচ্ছেন ? যদি চেয়ে থাকেন তাহলে এই পোষ্টটি আপনার জন্য। আজকে এই আর্টিকেলটির মাধ্যমে আপনি নিম্নের বিষয় গুলো জানতে পারবেন। 
  1. ?m=1 জিনিসটা আসলে কি ?
  2. এটা কি রিমুভ করা যায়?
  3. রিমুভ করলে কি কি উপকার বা  কি ক্ষতি হতে পারে?
  4. ?m=1 ইস্যু থেকে কীভাবে পরিত্রান পাওয়া যাায়?

1. ?m=1 জিনিসটা আসলে কি ?

?m=1 হলো ব্লগার সাইটের মোবাইল ইউজারদের জন্য তৈরি হওয়া লিংকের অংশ। ব্লগার ‍সিএমএস প্লাটর্ফমে যেকোনো পোষ্ট বা পেজ বা লেভেলের দুই ধরনের ‍লিংক তৈরি হয়। 
  1. www.example.blogspot.com (for Desktop)
  2. www.example.blogspot.com?m=1 (for Mobile)
অর্থাৎ হলো ব্লগার সাইটের মোবাইল ভার্সনের জন্য তৈরি হওয়া লিংক এর একটি অংশ।

2. ?m-1 কি রিমুভ করা যায়?

এক কথায় বলতে গেলে ?m=1 আপনি বা আমি কেউই রিমুভ করতে পারবো না । অথবা এটা রিমুভ করার কোনো এক্সেস আমাদের নেই। আমরা যেহেতু একজন ব্লগার ইউজার সেহেতু আমরা কোনো ভাবেই এটা ব্লগার ইউআরএল থেকে রিমুভ করতে পারবো না। তবে আপনি চাইলে আপনার সাইটের থিম ফাইলে জাভাস্ক্রিপ্ট কোড যোগ করে ?m=1 আপনার সাইটের ইউআরএল থেকে হাইড করতে পারেন। 

কীভাবে ?m=1 ব্লগার ইউআরএল থেকে  হাইড করবো?

<script type='text/javascript'> //<![CDATA[ var uri = window.location.toString(); if (uri.indexOf("%3D","%3D") > 0) { var clean_uri = uri.substring(0, uri.indexOf("%3D")); window.history.replaceState({}, document.title, clean_uri); } var uri = window.location.toString(); if (uri.indexOf("%3D%3D","%3D%3D") > 0) { var clean_uri = uri.substring(0, uri.indexOf("%3D%3D")); window.history.replaceState({}, document.title, clean_uri); } var uri = window.location.toString(); if (uri.indexOf("&m=1","&m=1") > 0) { var clean_uri = uri.substring(0, uri.indexOf("&m=1")); window.history.replaceState({}, document.title, clean_uri); } var uri = window.location.toString(); if (uri.indexOf("?m=1","?m=1") > 0) { var clean_uri = uri.substring(0, uri.indexOf("?m=1")); window.history.replaceState({}, document.title, clean_uri); } //]]> </script>

আপনি যদি আপনার সাইটের ইউআরএল থেকে ?m=1 কথাটি হাইড করতে চান তাহলে 
-- প্রথমে উপরের কোডটি কপি করুন। 
-- এরপর আপনি আপনার ওয়েবসাইটের এডমিন প্যানেল থেকে থিম অপশনে যান। 
-- থিম অপশনে গিয়ে কাস্টোমাইজের পাশে যে অ্যারো আইকোন আছে সেটাতে ক্লিক করে ইডিট এইচটিএমএল এ ক্লিক করুন।  
-- এরপর Ctrl + F চাপুন। 
-- এরপর  একটা সার্চ উইন্ডো আসবে। সেখানে </body> লিখে সার্চ করুন। 
-- সার্চ করার পর দেখবেন </body> লেখাটি মার্ক হয়ে আছে । এখন </body> এর উপরে আপনার কপি করা কোডটি পেষ্ট করুন। এবার আপনার থিম ফাইলটি সেভ করুন। 

আপনার কাজ শেষ । আপনার সাইট থেকে ?m=1 কথাটি হাইড হয়ে গেছে। 

3. ?m=1 হাইড বা রিমুভ করলে কি কোনো সমস্যা হয়?

সোজা কথায় আপনি যদি আপনার সাইটের ইউআরএল থেকে ?m=1 কথাটি হাইড করেন তাহলে আপনার সাইটের অনেক বড় একটা ক্ষতি আপনি নিজেই করে ফেললেন। কারণ এটা আপনার সাইটের এসইওতে অনেক সমস্যা করে । এছাড়াও আপনার সাইটে যদি ৫০+ কনটেন্ট থাকেে এবং আপনার সাইট যদি গুগল এডসেন্স এ এপ্রুভ থাকে তাহলে আপনার সাইট থেকে এডসেন্স লিমিটেড হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে। কারণ আপনার পোষ্ট গুলো অলরেডি ?m=1  সহ গুগলে ইনডেক্স হয়ে গেছে । তাই এখন যদি আপনি এটা হাইড করেন তাহলে আপনার সাইটের প্রচুর পরিমাণ 404 ইরর আসবে যার ফলে আপনার সাইট থেকে এডসেন্স রিমুভ হয়ে যেতে পারে।
তাই আপনি যদি উপরের ২ নাম্বার স্টেপ ফলো করে আপনার সাইট থেকে ?m=1 কথাটি রিমুভ করে ফেলে থাকে তাহলে শিঘ্রই তা রিস্টর করুন। অর্থাৎ আপনার সাইটের থিম ফাইল থেকে উপরের কোডটি সরিয়ে ফেলুন।

4. ?m=1 ইস্যু থেকে কীভাবে পরিত্রান পাওয়া যাায়?

?m=1 ইস্যু থেকে পরিত্রান পেতে যা যা করনীয় তা বিস্তারিত ভালো ভাবে জানতে নিচের ভিডিওটি দেখুন। 

Post a Comment

Previous Post Next Post