Advanced Blogger SEO Settings
যারা ব্লগারে নিয়ে কাজ করেন এবং আপনি আপনার ব্লগার ওয়েবসাইটের এসইও সেটিং পরিপূর্ণ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়াল মাধ্যমে আপনারা জানবেন কীভাবে ব্লগারে এডভান্স এসইও সেটিংস করতে হয়। গুগল কীভাবে এসইও সেটিংস করতে বলে। অর্থাৎ কীভাবে সেটিংস করতে আপনার সাইট দ্রুত আপনাার ফোকাস কিওয়ার্ডের জন্য গুগল সার্চের টপে আসবে এই সকল বিষয় নিয়ে আজকের এই টিউটোরিয়াল । তাই সবার কাছে অনুরোধ ধর্য্য ধরে সময় নিয়ে মনোযোগ সহকারে টিউটোরিয়ালটি পড়ুন।
সূচী পত্রঃ
> Blogger Site Description Optimization> Blog Language and Adult content
> Google Analytics for Blogger site
Basic SEO Settings
![]() |
Blogger Basic SEO Settings |
এসইও সেটিংসের ব্যাসিক অংশে আছে টাইটেল, ডেসক্রিপসন, ব্লগ ল্যাগগুয়েজ, এডাল্ট কনটেন্ট, গুগল এনালাইটিকস এবং ফেবিকন। যার মধ্যে এসইওর সাথে সরাসরি সম্পর্কিত টাইটেল এবং ডেসক্রিপসন। অর্থাৎ বেসিক পার্টে আপনাকে টাইটেল এবং ডেসক্রিপসন টা এসইও অপটিমাইজ করতে হবে।
#1 Blogger Site Tittle Optimization
ব্লগার সাইটের টাইটেল লেখার সময় আপনাকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। সম্পূর্ন এসইও অপটিমাইজ করার জন্য আপনি আপনার সাইট টাইটেলকে তিনটি ভাগে ভাগ করতে পারেন।
- প্রথম ভাগে আপনি আপনার সাইটের নাম লিখবেন
- এরপর আপনাকে আপনার ফোকাস কিওয়ার্ডটি লিখতে হবে
- এরপর ফোকাস কিওয়ার্ডের সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত কিওয়ার্ডটি লিখতে হবে
আর এই ধাপ গুলো আপনাকে ৬০ টি অক্ষরের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। যদি ৬০ অক্ষরের মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব না হয় তাহলে আপনি চেষ্টা করবেন আপনার সাইট টাইটেল যেন ৭০ অক্ষরের বেশি না হয়। গুগল ৬০ অক্ষরের টাইটেলকে বেশি প্রাধান্য দেয়।
উপরের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাইটের দুইটা অংশ আছে। প্রথম অংশে আমার সাইটের নাম ও ফোকাস কিওয়ার্ড এবং দ্বিতীয় অংশে আরো একটা কিওয়ার্ড দেওয়া আছে। এখানে আমার সাইটের নাম এবং আমার ফোকাস করা কিওয়ার্ড একই হওয়ায় দুইটা অংশেই হয়ে গেছে।
এভাবে আপনারা ৬০ অক্ষরের মধ্যে সাইট টাইটেলে আপনার সাইটের নাম এবং আপনার সাইটের ফোকাস কিওয়ার্ডটি যুক্ত করে দিন।
#2 Blogger Site Description Optimization
যদিও ব্লগারের এই ডেসক্রিপসন টা এতটা গুরুত্বপূর্ণ না তবুও আমরা এটাকে সম্পূর্ণ এসইও আপটিমাইজ করবো। কারন আমরা কোনো কিছুই বাদ দিবো না। আমরা আমাদের সাইটের ১০০% এসইও করবো।
![]() |
Blogger site Description Optimization |
#3 Blog Language and Adult content
ব্লগ ল্যাঙগুয়েজ ইংরেজি থাকাই ভালো তবে আপনি চাইলে যেকোনো ভাষাই নির্বাচন করতে পারেন। কারণ গুগল কোনো সময়ই আপনার ব্লগের ভাষা নিয়ে মাথা ঘামাবে না, তারা শুধু দেখবে আপনার সাইটের কনটেন্ট গুলা শতভাগ ইউনিক কিনা? তাই আপনি চাইলে যেকোনো ভাষাই নির্বাচন করতে পারেন।এরপর আশা যাক এডাল্ট কনটেন্টে। এডাল্ট কনটেন্ট বলতে বোঝায় যেসব কনটেন্ট শুধুমাত্র প্রাপ্ত বয়স্কোদের জন্য। যদি আপনার সাইটে কোনো এডাল্ট কনটেন্ট থেকে থাকে তাহলে showing warning to blog reader এবং Require age confirmation এই দুইটা অপসোন চালু করে দিতে হবে এবং আপনার কনটেন্ট গুলো কত বছরের মানুষদের জন্য সেটা Require age confirmation এ বলে দিতে হবে ।
আর আপনি যদি আপনি বলে না দেন তাহলে যখন আপনি গুগল এডসেন্স এর জন্য আবেদন করবেন তখন গুগল টিম আপনার সাইটা রিজেক্ট করে দিবে। এছাড়াও আপনার সাইটে গুগল কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও আসতে পারে। তাই এডাল্ট কনটেন্ট দেওয়ার আগে গুগল কমিউনিটি গাইডলাইন পড়ুন।
#4 Google Analytics for Blogger site
আপনার সাইট পোষ্টের টোটাল ক্লিক, টোটাল ইমপ্রেশোনস, CTR, Positions ইত্যাদি ডাটা গুলো গভীর ভাবে যানার জন্য আপনার সাইটের সাথে গুগল এনালাইটিকস যুক্ত করতে হবে।
কীভাবে ব্লগার সাইটের সাথে গুগল এনালাইটিকস যুক্ত করতে হয় ?
ভিডিওটি দেখে আপনার ব্লগার সাইট টি গুগল এনালাইটিকস এর সাথে যুক্ত করে নিন। কোনো সমস্যা হলে কমেন্টে জানান।
এরপর আছে ফেবিকন । যেহেতু আজকের টিউটোরিয়ালটি ব্লগার এসইও সেটিংস নিয়ে, আর ফেবিকন এর সাথে এসইওর কোনো সম্পর্ক নেই। তাই ফেবিকন নিয়ে আজ আর কোনো কথা হবে না। ব্লগার এ কীভাবে ফেবিকন যোগ করবেন তা নিয়ে পরবর্তীতে একটা টিউটোরিয়াল দেওয়া হবে।
Blogger Privacy and Publishing Settings
![]() |
Blogger Privacy & Publishing Settings |
#1 Blogger Privacy Settings
Blogger Settings এই পর্বে প্রথমে আছে ব্লগার প্রাইভেসি সেটিংস। এখানে আপনার কাজ হলো এই প্রাইভেসি অফসনটা ইনেবল করা। আপনি যদি আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই ব্লগার প্রাইভেসি অফসনটি ইনেবল করতে হবে।
#2 Blog Address Optimization
ব্লগ সাইটের ইউআরএল টি ব্লগসাইটের রেঙ্কের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ব্লগের ইউআরএলের মধ্যমেও আপনি আপনার সাইটের এসইও করতে পারেন। ভালো ভাবে বোঝানোর জন্য আপনি আমাদের সাইটি দেখতে পারেন। আমাদের সাইটের ফোকাস কিওয়ার্ড হলো Freelancer Guideline যেটা আমাদের সাইটের ইউআরএলে পাবেন। অর্থাৎ সার্চ ইঞ্জিনকে আপনার সাইটের কিওয়ার্ড বোঝানোর জন্য আপনার সাইটের ইউআরএল অনেক গুরুত্বপূর্ণ। তাই আপনি আপনার ফোকাস কিওয়ার্ডটি জুরে আপনার সাইটের ইউআরএল টি তৈরি করবেন।