বন্ধুরা আপনাকে ফ্রিল্যান্সার গাইডলাইনে স্বাগতম। আজকের এই পর্বে আপনারা শিখতে পারবেন ব্লগারের তিনটি এসইও সেটিংস যে তিনটি এসইও সেটিংস না করলে আপনি কোনো দিন আপনার ওয়েবসাইট কোনো দিন ও গুগল এডন্সেস পাবে না। অর্থাৎ গুগল এডন্সেস পেতে হলে আপনাকে অবশ্যই এই তিনটি এসইও সেটিংস করা থাকতেই হবে।
"Top 3 BlogSpot or Blogger SEO Settings"
১. কিওয়ার্ড যুক্ত টাইটেল দিন
কিওয়ার্ডযুক্ত টাইটেল বলতে বোঝায় আপনার ওয়েবসাইটের টাইটেলে আপনার ওয়েবসাইটের পোষ্ট টাইটেলে এবং আপনার ওয়েবসাইটের সকল পেজ টাইটেলে আপনার টার্গেট কিওয়ার্ডটি যুক্ত করুন । আপনার টার্গেট করা কিয়ার্ডটি আপনার ওয়েবসাইটের টাইটেলে দিতে আপনার ব্লগার ডেশবোর্ড থেকে সেটিংস এ যান। সেটিংস গেলে প্রথমে আপনারা দেখতে পাবেন সাইট টাইটেল। টাইটেলে ক্লিক করলে একটি ডায়ালগ আসবে। সেখানে প্রথমে আপনার সাইট নেম এরপর আপনার ফোকাস বা টার্গেট করা কিওয়ার্ডটি দিয়ে দিবেন। আপনার সাইট টাইটেলটি ৬০ - ৭৫ ওয়ার্ডের ভেতরে রাখার চেষ্টা করবেন । ৬০ ওয়ার্ডের কম বা ৭৫ ওয়ার্ডের বেশি দিলে হিতে বিপরীত হবে। অর্থাৎ আপনার ওয়েবসাইট টপে তো আসবেইনা বরং ডাউন হয়ে যাবে।
এর মানে হলো আপনার ওয়েবসাইটের টাইটেল দেখেই বুঝা যাবে আপনার ওয়েবসাইটে কতটা ভালো ভালো বা উন্নত মানের কনটেন্ট আছে। আপনার সাইট টাইটেলে কিওয়ার্ড বা কিয়ার্ড সম্ববিলিত একটা টাইটেল দেওয়া হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করলে আপনার প্রথম এসইও সেটিংস কমপ্লিট।
২. আপনার ওয়েবসাইটের বর্ননায় এবং মেটা বর্ননায় আপনার ফোকাস কিওয়ার্ডটি যুক্ত করুন
আপনার ওয়েবসাইটের কনন্টেটের মূল বিষয় বস্তু গুগল সার্চ ইঞ্জিনের কাছে পরিষ্কার করতে আপনার ওয়েবসাইটের বর্ননায় এবং মেটা বর্ননায় আপনার ফোকাস করা কিওয়ার্ডটি যুক্ত করুন। কিওয়ার্ড যুক্ত সঠিক বর্ননা দিতে আপনার ব্লগারের ড্যাশবোর্ড থেকে সেটিংস যাবেন । এরপর প্রখমে টাইটেলের নিচে দেখতে পারবেন ডিসক্রিপশন বা বর্ননা। ডিসক্রিপশনে ক্লিক করলে একটি ডায়ালগ ওপেন হবে। সেখানে আপনার ফোকাস করা কিওয়ার্ডটি সহকারে আপনার সাইটের কনটেন্ট অনুসারে একটি বর্ননা লিখুন। বর্ননাটি অবশ্যই ২৫০ - ৩০০ ওয়ার্ডে মধ্যে রাখার শ্রেষ্ঠা করবেন।
তবে এর বেশি হলেও কোনো সমস্যা হবে না। তবে ২৫০ ওয়ার্ডের হলে বেশি এসইও ফ্রেন্ডলি হবে। বর্ননাটি এমন ভাবে দিতে হবে যাতে আপনার ওয়েবসাটের কনটেন্ট এর মূল বিষয় ফুটে ওঠে। অর্থাৎ এমন একটি বর্ননা দিতে হবে যেখানে আপনার ফোকাস করা কিওয়ার্ডটি ও থাকে এবং আপনি আপনার ওয়েবসাইটের মূল বিষয় বস্তুও ফুটিয়ে তুলতে পারেন । আপনার বর্ননা দেওয়া হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করেন।
এরপর মেটা বর্ননা দিতে বা মেটা ডিসক্রিপশন দিতে সেটিংস থেকে একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশনে ক্লিক করে আপনার ফোকাস করা কিওয়ার্ডটি সহকারে একটি সংক্ষিপ্ত বর্ননা দিবেন। তবে আপনার মেটা ডিসক্রিপশন অফসনটি বন্ধ থাকলে আগে অফসনটি চালু করতে হবে। অফশন টি চালু করতে মেটা ট্যাগস ইনেবল করলেই হবে।
এরপর সার্চ ডেসক্রিপশনে ক্লিক করে আপনার ফোকাস করা কিওয়ার্ডটি সহকারে একটি সংক্ষিপ্ত বর্ননা দিতে হবে। বর্ননাটি সর্বোচ্চ ১৫০ শব্দের মধ্যে লিখতে পারবেন। আপনাকে ১৫০ শব্দের মাধ্যমে আপনার কিওয়ার্ডটি দিয়ে আপনার সাইটের মূলবিষয়টি তুলে ধরতে হবে। যাতে সার্চ ইঞ্জিন সহজেই বুঝতে পারে ।
বর্ননা দেওয়া হয়ে গেলে সেভ অফসনে ক্লিক করবেন। অভিনন্দন , আপনি দ্বিতীয় ধাপ সম্পন্ন করেছেন। এবার তৃতীয় ধাপে যাওয়া যাক।
৩. robot.txt ফাইল তৈরি করে গুগলে আপনার ওয়েব সাইট সাবমিট করুন
ব্লগারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস এটি। আপনি যদি আপনার ওয়েবসাইট গুগলে সঠিক ভাবে সাবমিট করতে না পারেন তাহলে আপনার ওয়েবসাইট কোনো গুগরে শো ই করবে না রেঙ্ক তো পরের বিষয়। আর আপনি কোনো দিন গুগল এডন্সেস পাবেন না। তাই বুঝতেই পারছেন এই সেটিংসটির গুরুত্বটা কতটা বেশি।
কীভাবে আপনার ওয়েবসাইট এর জন্য সঠিক robot.txt ফাইল তৈরি করে আপনার ওয়েবসাইট গুগলে ইনডেক্স করবেন এবং সাইটম্যাপ সাবমিট করবেন সেই বিষয়ে আমাদের নিচের গাইডটি দেখুনঃ How to create sitemap and index blogger website on Google in Bangla
আপনি চাইলে নিচের ভিডিওটি দেখতে পারেনঃ