Guest Post Policy - Freelancing Guideline and Part Time Job Training

Guest Post Policy

"আপনাকে ফ্রিল্যান্সার গাইডলাইনে স্বাগতম"

দয়া করে সম্পূর্ন পেজটি মনোযোগ সহকারে পরার অনুরোধ করছি। আমরা আমাদের ওয়েবসাইটে অতিথি পোষ্ট করার সুযোগ রেখেছি । এর প্রধান কারণ আমাদের এই ওয়েবসাইট থেকে যেন সবাই উপকৃত হতে পারে। একটি অতিথি পোষ্ট এর মাধ্যমে যেমন আপনি আপনার ওয়েবসাইটের জন্য ডুফোলো ব্যাকলিংঙ্ক পাবেন ঠিক তেমনি একজন নতুন ফ্রিল্যান্সার আপনার মাধ্যমে ফ্রিতে নতুন কিছু শিখতে পারবে। সার্বিক ভাবে আপনার ব্লগটি আমাদের কাছে মূল্যবান।

আপনার পোষ্টটি কেমন হবে?

আপনার পোষ্টটি.....
  • সম্পূর্ন (১০০%) ইউনিক হতে হবে। অর্থাৎ আপনার পোষ্টটি এর আগে কোথাও পাবলিশ করেন নি।
  • মিনিমাম ৮০০-১৫০০ ওয়ার্ড থাকতে হবে এবং তবে ১৫০০ ওয়ার্ডের বেশি হওয়া যাবে না।
  • ব্লগটি অবশ্যই বাংলা ভাষাতে হতে হবে।
  • ব্লগটিতে একটি ইউনিক এবং ব্লগ রিলেটেড ইমেজ থাকতে হবে। ইমেজটি অবশ্যই আপনার নিজের হতে হবে। এবং এর আগে কোথাও পাবলিশ করেন নি এমন ইমেজ হতে হবে। কোথাও থেকে কপি পেষ্ট করা যাবে না
  • নিবন্ধটি অবশ্যই পড়ার যোগ্য হতে হবে। যদি অনেক বানান এবং ব্যাকরণের ভুল থাকে, আমরা পোস্টটি গ্রহণ করব না।
  • আমরা ওয়ার্ডপ্রেস, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, ব্লগিং, এসইও এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত বিষয়গুলি গ্রহণ করি। অর্থাৎ আপনাকে উক্ত টপিক গুলোতে লিখতে হবে। এছাড়াও আপনি বিভিন্ন ওয়েবসাইট টেমপ্লেট এবং ফ্রিল্যান্সিং প্রশ্ন উত্তর নিয়েও লিখতে পারেন।

লিংক বিষয়ক

আপনি আপনার পোষ্টটিতে সর্ব্বোচ্চ ০২টি ডু-ফোলো ব্যাকলিংক দিতে পারবেন। তবে আপনার পোষ্টটিতে কোনো প্রকার অ্যাফিলিয়েট লিংক দিতে পারবেন না। তবে চাইলে আমরা আপনার পোষ্টটে অ্যাফিলিয়েট লিংক শেয়ার করতে পারি। এক্ষেত্রে আপনি কোনো দাবি করতে পারবেন না।

এছাড়াও এই ওয়েবসাইটে ব্লগ পাবলিশ করার জন্য আপনাকে অবশ্যই এই ওয়েবসাইটের প্রধান প্রাইভেসি পলাইসি, ট্রামস-কনডিশনের সাথে একমত হতে হবে। আর আমরা যেকোনো সময় আমাদের এই গেষ্ট পোষ্ট পলাইসিটি আপডেট করতে পারি। তাই নতুন পোষ্ট করার আগে প্রতি বার এই পেজটি চেক করার অনুরোধ জানাচ্ছি। আপনি যদি উক্ত নিয়ম কানুনের সাথে সম্মত থাকেন তাহলে সাবমিট গাইড বাটনে ক্লিক করে আপনার ব্লগটি জমা দিন। ব্লগটি জমা দেওয়ার ফরমেটটি জানতে এই লিংঙ্কে ক্লিক করুন। ধন্যবাদ।