গেষ্ট পোষ্ট (Guest Post) কি?
গেষ্ট (Guest) একটা ইংরেজি শব্দ। যার বাংলা অর্থ হলো অতিথি। সাধারন ভাষায় গেষ্ট পোষ্ট বলতে বোঝায় অন্যের ওয়েবসাইটে গিয়ে অতিথি হিসেবে পোষ্ট করা।
গেষ্ট পোষ্টের মাধ্যমে দুই পক্ষই সমান ভাবে উপকৃত হয়। যে ওয়েবসাইটে পোষ্ট করা হয় সেই ওয়েবসাইট ওনার ফ্রিতে একটা কনটেন্ট পায় অপর পাশে যে ব্যাক্তি অতিথি হিসেবে পোষ্ট করে সেও ব্যাকলিংক পায়। ব্যাকলিংক নেয়ার সবচেয়ে সেরা এবং কার্যকারী উপায় হচ্ছে গেষ্ট পোষ্ট। যারা এসইও এক্সপার্ট বা এসইও নিয়ে কাজ করে তারা সব সময় এই গেষ্ট পোষ্ট এর উপর ঝুকে থাকে।
গেষ্ট পোষ্ট কেন এবং কীভাবে করবেন?
গেষ্ট পোষ্ট ওয়েবসাইট খুজার টেকনিক
সঠিক ও কার্যকারী গেষ্ট পোষ্ট করার জন্য নিশ অনুযায়ী গেষ্ট পোষ্টিং ওয়েবসাইট খুজে বের করতে হবে। আর এই নিশ অনুযায়ী গেষ্ট পোষ্ট ওয়েবসাইট খুজে বের করার জন্য আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে। যাতে আমরা খুব সহজেই আমাদের টার্গেটেড ওয়েবসাইট খুজে পেতে পারি।
টেকনিক গুলো হলো ঃ
- Keyword intitle:"write for us”
- Keyword intitle:"write for me"
- Keyword intitle:"contribute to"
- Keyword intitle:"submit" + inurl:blog,
- Keyword "submit a guest post"
- Keyword inurl:/guest-post/
- Keyword "guest post"
- Keyword "guest post by"
- Keyword "accepting guest posts”
- Keyword “guest post guidelines”
এখন আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে- এই টেকনিক গুলো কীভাবে ব্যবহার করবো? সেটা বোঝানোর জন্য দরে নিলাম আপনার কিওয়ার্ড হলো “বিউটি টিপস” । তাহলে আপনি যদি প্রথম টেকনিক ব্যবহার করতে চান আপনাকে শুধু keyword এর জায়গাতে বিউটি টিপস কথাটি লিখে গুগল বা অন্য যে কোনো সার্চ ইঞ্জিন যেটা আপনি ব্যবহার করেন সেখানে গিয়ে সার্চ করতে হবে।
সার্চ করলে আপনার সামনে আপনার কিওয়ার্ড অনুযায়ী যেসকল ওয়েবসাইট গেষ্ট পোষ্ট এলাও করে সে সব সাইট সো হবে।
গেষ্ট পোষ্ট জমা দেওয়ার টেকনিক
অনেক সময় দেখা যায় আমাদের পোষ্ট সমূহ সঠিক ভাবে জমা দিতে পারি না বা জমা দেওয়ার সময় অনেক ভুল হয়। যার ফলে আমাদের পুরো কষ্ট বিফলে যায়। অর্থাৎ আমরা গেষ্ট পোষ্ট লিখার পর সঠিক ভাবে জমা দিতে পারি না।
সঠিক ভাবে জমা দিতে না পারায় গেষ্ট পোষ্ট ওয়েবসাইট ওনার রা আমাদের ইমেল গুলো গুরুত্ব দেয় না। মেইল গুলো যাতে প্রফেশোনাল হয় সেদিকে লক্ষ রাখা উচিত। আপনাদের সুবিধার্থে নিচে কিছু মেইল টেমপ্লেট দেওয়া হলো।
টেমপ্লেট নং ১
Hi [Name],
This is [your name] from the [company name], and I'm dropping you a line to check if you're an acceptable new guest blogger. I regarding/write on/write of/write/compose/pen/indite} [topics) and thought an editorial about [relevant topic] would be a decent appropriate your journal.
Here square measure some samples of my latest guest posts:
[Blog post link 1]
[Blog post link 2]
[Blog post link 3]
The post are 100 percent original, written only for your journal, and can not be denote elsewhere. i'd appreciate associate author bio with a live link back to my website. If you're fascinated by this collaboration, please come back to ME.
Thanks,
[YOUR SIGNATURE]
টেমপ্লেট নং ২
Hey [Name],
I've got an excellent plan for a post that i think would act on [Blog name). Hey you trying to find a lot of contributors to fly to your journal right now? If thus, i might like to send some original content your means.
I'm already writing frequently for [Blog name 1], [Blog name 2], and [Blog name 3). There square measure my some new posts :
[Blog post link 1]
[Blog post link 2]
[Blog post link 3]
Let ME recognize if you're interested - and i will send you some topic concepts.
Thanks,
[YOUR SIGNATURE]
টেমপ্লেট নং ৩
Hello [Name],
My name is [Your name). i do know you'll likely get numerous emails daily, thus i will keep it transient.
I see that you simply publish some very nice content concerning the topics like [topic 1] and
[topic 2]. i'm writing a well-researched, data-driven, and in-depth journal post on [topic] which could be an excellent addition to your journal.
Here square measure some samples of my recent guest posts on different blogs:
[Blog post link 1]
[Blog post link 2]
[Blog post link 3]
If I send you the draft, what does one assume so you'll be able to see that it's appropriate for [blog name)?
Looking forward to hearing from you.
Thanks,
[YOUR SIGNATURE]
গেষ্ট পোষ্ট সম্পর্কে কারো যদি আরো কিছু জানার বা অন্য কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানান। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।