How to submit website on Google news publisher center in Bangla - Freelancer Guideline

গুগল নিউজে কীভাবে আমার ওয়েবসাইট সাবমিট করতে পারি? বা কীভাবে আমি আমার ওয়েবসাইটে গুগল নিউজের এপ্রুভাল পেতে পারি? এই সকল প্রশ্নে উত্তর নিয়ে আজ হাজির হলাম। কোনো ওয়েবসাইটের পোষ্ট গুলো দ্রুত গুগলে ইনডেক্স করা থেকে শুরু করে হিউজ পরিমাণ ভিজিটর পাওয়ার জন্য আমরা সবাই গুগল ‍নিউজে নিজেদের ওয়েবসাইট সাবমিট করে থাকি। 

 

কী কী লাগবে:

গুগল নিউজে ওয়েবসাইট সাবমিট করার জন্য আপনার নিচের বিষয় গুলো প্রয়োজন হবেঃ

১. আপনার ওয়েবসাইট টা গুগল সার্চ কনসোলে সাবমিট থাকতে হবে।
২. আপনার ওয়েবসাইটের সাথে গুগল অ্যানালেটিকস যুক্ত থাকা লাগবে। কারণ গুগল ‍নিউজে সাবমিট করার সময় আপনার কাছে গুগল অ্যানালেটিকস এর ট্রাকিং আইডি চাওয়া হবে।
৩. আপনার ওয়েবসাইটের একটা স্কয়ার লোগো লাগবে।
৪. আপনার ওয়েবসাইটের দুইটা আয়তাকার লোগো লাগবে - একটা লাইট থিমের আর একটা ড্রার্ক থিমের জন্য
৫. আর একটা RSS অথবা Atom ফিড ইউআরএল লাগবে।
৬. এছাড়াও আপনার ওয়েবসাইট কে গুগল নিউজের যে রিকয়ারমেন্ট আছে সেগুলা ফুলফিল থাকতে হবে। গুগল নিউজের রিকয়ারমেন্ট গুলো জানতে উপরের দেওয়া লিংক থেকে আর্টিকেল টি পড়ে আসতে পারেন।

কীভাবে গুগল নিউজে ওয়েবসাইট সাবমিট করবো ঃ



Google News Requirement : https://youtu.be/DaI8E9sweeA 
How to index website on Google Search console : https://youtu.be/w7PTZF6hz-g 
how to add google analytics to your website : https://youtu.be/2pbLLUuiOrY

উপরের ভিডিও গুলো দেখে তারপর আপনি আপনার ওয়েবসাইটা সাবমিট করবেন। এতে আপনার গুগল ‍নিউজ এপ্রুভাল আর কেউ আটকাতে পারবে না। 

Post a Comment

Previous Post Next Post