How to get website google news approved Bangla - Freelancer Guideline

Freelancer Guideline, Part Time Job Training Institute, google news requirement for approval, google news, Digital Marketing, google news requirement, google news approved Bangla

গুগল ‍নিউজ ‍কি?

গুগল ‍নিউজ হলো গুগলের এমন একটি পরিষেবা যা পুরো বিশ্বের সকল প্রকার নিউজকে একত্রিত করে । যাতে আপনি কোনো গল্প বা ঘটনা মিস না করেন। গুগল ‍নিউজ ২০০২ সালের সেপ্টেমবর থেকে শুরু হলেও জানুয়ারি ২০০৬ পর্যন্ত এটিকে বেটা টেষ্ট হিসেবে রাখা হয় । 

গুগল নিউজে ওয়েবসাইট কেন সাবমিট করবো?

প্রত্যেক ওয়েবসাইট তৈরির মূল লক্ষ্য হলো হিউজ পরিমান ট্রাফিক এনে একটা মোটা অংকের রেভিনিউ জেনারেট করা। এখন পর্যন্ত ২৮০ মিলিয়ন (এটি একটি অনুমান। কারন প্রতিদিনই এটি বুদ্ধি পায় )  ইউজার গুগল ‍নিউজ ব্যবহার করেন। এই এত পরিমান ট্রাফিকের মাঝে থেকে আপনি আপনার ওয়েবসাইটে এর কিছু ট্রাফিক ড্রাইভ করতে চাইলে আপনাকে অবশ্যই গুগল নিউজে আপনার সাইটটি সাবমিট করতে হবে।

এছাড়াও আপনি ‍যদি আপনার ব্লগ পোষ্ট বা অন্য কোনো কনটেন্ট গুগল সার্চ ইঞ্জিনে দ্রুত ইনডেক্স করতে চান তাহলে অবশ্যই আপনাকে গুগল নিউজে আপনার সাইট টিকে সামমিট করতে হবে। কেননা যখন আপনি আপনার সাইটটি গুগল ‍নিউজে সাবমিট করবেন তখন আপনার ওয়েবসাইটের সকল পোষ্ট অটোমেটিক গুগল নিউজ দ্বারা ইনডেক্স হতে থাকবে।


কীভাবে গুগল নিউজে সাইট সাবমিট করবো?

গুগল নিউজে আপনার সাইটটি সাবমিট করার ধাপে যাওয়ার আগে আপনি আপনার সাইটটি গুগল নিউজে অলরেডি আছে কিনা সেটা চেক করুন। সেটা চেক করার জন্য আপনি গুগলে যান । এরপর টাইপ করুন (site:example.com)। এখানে example.com এ আপনি আপনার সাইটের ডোমেন নেমটি দিয়ে এন্টার করুন।  এরপর আপনার সামনে ALL পেজে আপনার সাইটের ইনডেক্স হওয়া সকল পোষ্ট নিচের ছবির নেয় সো করানো হবে। 

Freelancer Guideline, Part Time Job Training Institute, google news requirement for approval, google news, Digital Marketing, google news requirement, google news approved Bangla

এখন ALL পেজের পাশে থাকা NEWS পেজটিতে ক্লিক করুন। যদি আপনার সাইটটি অলরেডি গুগল নিউজে থেকে থাকে তাহলে আপনার ওয়েবসাইটের সকল পোষ্ট সহ নিচের ছবির ন্যায় সো হবে ।

Freelancer Guideline, Part Time Job Training Institute, google news requirement for approval, google news, Digital Marketing, google news requirement, google news approved Bangla

আর যদি আপনার সাইটটি গুগল নিউজে না থাকে তাহলে NEWS ট্যাবে গেলে নিচের ছবির ন্যায় দেখতে পাবেন। 

Freelancer Guideline, Part Time Job Training Institute, google news requirement for approval, google news, Digital Marketing, google news requirement, google news approved Bangla

এখন আপনার সাইটটি যদি গুগল ‍নিউজে না থাকে তাহলে নিচের ধাপগুলো অনুসরন করুন।

কীভাবে গুগল নিউজে আপনার সাইটটি সাবমিট করবেন সেটা জানার আগে আপনাকে জানতে হবে আপনার সাইটটি গুগল নিউজের জন্য উপযুক্ত কিনা। অর্থাৎ আপনাকে আগে জানতে হবে গুগল নিউজের জন্য আপনার সাইটটি রেডি কিনা? এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে গুগল ‍নিউজের জন্য আপনার সাইটটি রেডি কিনা সেটা কীভাবে বুঝবেন। সেটা বঝার জন্য আপনাকে জানতে হবে গুগল নিউজের রিকয়ারমেন্ট গুলা কি ? কি?

গুগল নিউজ সাইট এপ্রুভাল রিকয়ামেন্ট

  1. আপনার সাইটের সকল কনটেন্ট থাকতে হবে ১০০% ইউনিক এবং কনটেন্ট এর কোয়ালিটি থাকতে হবে বেষ্ট।
  2. আপনার সাইটটির বেসিক এসইও করা থাকতে হবে।
  3. আপনার সাইটের রোবট.টিএক্সটি ফাইল থাকতে হবে।
  4. আপনার সাইটি অবশ্যই গুগল ইনডেক্স হতে হবে বা গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটের জন্য একটা সাইট ম্যাপ থাকতে হবে।
  5. অন্য কোনো ওয়েবসাইটের লেখা বা ছবি বা অন্য কোনো কিছু কপি পেষ্ট করা যাবে না।
  6. আপনার ওয়েবসাইটে মিনিমাম ২০ পোষ্ট থাকতে হবে যার মধ্যে অন্তত্য ১০ পোষ্ট গুগলে ইনডেক্স হতে হবে। তবে এটা কম বেশি হতে পারে । এই Freelancer Guideline ওয়েবসাইটটি তে যখন ২০ টা পোষ্ট ছিলো যার মধ্যে ১০ পোষ্ট ইনডেক্স ছিলো তখন এই সাইটটি গুগল নিউজে সাবমিট করলে এপ্রুভাল পায়। তাই আমি এখানে ২০ টা পোষ্টের কথা বললাম।
  7. আপনার ওয়েবসাইটের নিশ যদি নিউজ বা খবর না হয় তাহলে আপনি এমন একটি থিম ইউজ করবেন যেটার জন্য আপনার সাইটটি দেখতে একটি নিউজ ওয়েবসাইটের মতো মনে হয়। গুগল নিউজ এ এপ্রুভাল পাওয়ার পর আপনি চাইলে থিমটি পরিবর্তন করতে পারেন। তবে অনেক সময় দেখা যায় নিউজ থিম ব্যবহার না করেও গুগল নিউজের এপ্রুভাল পাওয়া যায়। তবে নিউজ থিম ব্যবহার করে এপ্লাই করা ভালো বলে আমি মনে করি।
  8. সাইটে পোষ্ট করার রেগুলারিটি মেনে চলুন। এর মানে হলো প্রতিদিন একই সময় কমপক্ষে একটা পোষ্ট করুন।
আরো বিস্তারিত জানতে গুগলের  সাধারন, টেকনিক্যাল এবং কোয়ালিটি গাইডলাইন পড়ুন।

গুগল নিউজ নিয়ে কিছু ভুল ধারনা

অনেকে মনে করে যে .blogspot.com এই সাবডোমেন দিয়ে নাকি গুগল নিউজ এপ্রুভাল পাওয়া যায় না। তাদের উদ্দেশ্যে আমি বলবো যদি .blogspot.com এই সাবডোমেন ‍দিয়ে এপ্রুভাল পাওয়া নাই যেত তাহলে এই সাইটটি কীভাবে গুগল নিউজে এপ্রুভ হলো। মূলত গুগল নিউজ বা গুগল কখনোই ডোমেন কি সেটা দেখে না, তারা দেখে আপনার কনটেন্ট কোয়ালিটি কিরকম। আশা করি বোঝাতে পেরেছি।


সো বন্ধুরা আজ এখানে সমাপ্ত। এখন আপনারা দেখেন আপনার সাইটটি গুগল নিউজের জন্য রেডি কিনা। যদি রেডি না হয় তাহলে আপনার সাইটটি রেডি করুন । কারণ এর পরে আমরা শিখবো কীভাবে গুগল নিউজে আমাদের সাইটটি সাবমিট করতে পারি বা গুগল নিউজের এপ্রুভাল পাওয়ার জন্য কীভাবে এপ্লাই করতে পারি। এই ব্লগ পোষ্টটি আপনার কাছে কিরকম লাগলো তা কমেন্টে জানান। এতক্ষন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post