What is Profile Backlink? Best Bangla Profile Backlink Site List

প্রোফাইল ব্যাকলিংক হলো ব্যাকলিংক তৈরি করার সবচেয়ে সহজ মাধ্যম বা উপায়। এর মানে হলো আপনি যদি অল্প চেষ্টা করে হাই কোয়ালিটি ডু ফোলো ব্যাকলিংক তৈরি করতে চান তাহলে আমি বলবো আপনি প্রোফাইল ব্যাকলিংক করতে পারেন। এই  ইন্টারনেট দুনিয়ায় এমন অনেক ওয়েবসাইট আছে যেগুলো আপনি চাইলেই একটি পাবলিক একাউন্ট করতে পারেনে এবং আপনার ওয়েবসাইটার একটা হাই ডি এ ব্যাকলিংক নিয়ে নিতে পারেন। এত কি বলার একটাই কারন আজকের এই পর্বে আমরা শিখবো কীভাবে এসইও ফ্রেন্ডলি প্রোফাইল ব্যাকলিংক  তৈরি করা যায়? এবং আরো জানবো বাংলাদেশের বেষ্ট কিছু বাংলা প্রোফাইল ব্যাকলিংক সাইট সম্পর্কে। 

প্রোফাইল ব্যাকলিংক কি ?

বিভিন্ন ওয়েবসাইটে (যেসব সাইটে পাবলিক একাউন্ট তৈরি করা যায়) ‍গিয়ে প্রোফাইল তৈরি করে নিজের ওয়েবসাইট বসানোর পদ্ধতিই হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক
যেমনঃ
মনে করেন আপনি কোরাতে একটা একাউন্ট করলেন । এরপর অ্যাবাউট সেকশনে গিয়ে ওয়েবসাইট ফিল্ডে আপনি আপনার নিজের ওয়েবসাইটা বসিয়ে দিলেন । অর্থাৎ আপনি একটা ব্যাকলিংক তৈরি করলেন। আর এই ব্যাকলিংক কে বলে প্রোফাইল ব্যাকলিংক।

কীভাবে হাই-কোয়ালিটি প্রোফাইল ব্যাকলিংক তৈরি করা যায়?


প্রোফাইল ব্যাকলিংক এর প্রোয়োজনীয়তা

আমরা সবাই জানি বর্তমানে গুগল হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। গুগল ব্যাকলিংককে রেফার লিংক হিসেবে বিবেচনা করে। এছাড়াও আপনার ওয়েবসাইটের যদি কিছু হাই ডিএ সাইটে ব্যাকলিংক থেকে থাকে তাহলে আপনার সাইটটি সার্চ ইঞ্জিন গুলো (যেসব সাইটে আপনার ওয়েবসাইটা ইনডেক্স করা আছে)  তাদের সার্চ রেজাল্টের টপে নিয়ে আসে। আর এই ব্যাকলিংক তৈরির সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক। অর্থাৎ বোঝা গেল সার্চ রেজাল্টের টপে আনতে প্রোফাইল ব্যাকলিংকের প্রয়োজনীয়তা অনেক বেশী।

এছাড়াও সব ধরনের ব্যাকলিংক আপনার ডোমেন অর্থরীটি (ডিএ) বাড়াতে সাহায্য করে। প্রোফাইল ব্যাকলিক ও এর ব্যতিক্রম নয়।

Best Bangla Profile Backlink Site List

https://www.techtunes.io/
https://hoicoibangla.com/
https://www.proshnokori.com/
https://www.bissoy.com/
https://www.linkedin.com
https://bn.quora.com/
https://www.somewhereinblog.net/
https://anytechtune.com/
https://www.saimoom.com/
https://www.facebook.com
https://www.twitter.com
https://www.instagram.com
https://www.pinterest.com/
https://tipstrickbd.com/


সো ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। আর এই সাইট লিষ্ট এ কোনো সংযোযজন বা বিয়োজন করার প্রয়োজনীয়তা আছে কি না সেই সম্পর্কে আপনার মতামত দিন। ধন্যবাদ। 

2 Comments

Previous Post Next Post