বর্তমানে সবচেয়ে বহুল আলোচনার বিষয় হলো ইকমার্স বিজনেস। যতই দিন যাচ্ছে ততই মানুষের মধ্যে ইন্টারনেট ব্যবহারের প্রবনতা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে ইকমার্স বিজনেসের সমভাবনাও বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর সবচাইতে বড় ই-কমার্স প্রতিষ্ঠানের অ্যামাজন এর যাত্রা শুরু হয় কিন্তু বর্তমানে তারা গ্রাহকের চাহিদা অনুযায়ী সমস্ত কিছু সেল করে অর্থাৎ মানুষের ব্যবহৃত দ্রব্য বিক্রি করে থাকে অনলাইন থেকে কিনতে পছন্দ করে।
ইকমার্স বলতে কি বুঝি?
ইকমার্স হলো ইলেকট্রোনিক কমার্স। যার মানে হলো অনলাইনে আপনার পণ্যগুলো সেল করা অর্থাৎ যে কাজটি আপনি অফলাইনে করতেন সেই কাজটি এখন থেকে অনলাইনে করা হয় । বিস্তারিত বলতে গেলে যে মাধ্যম দ্বারা অনলাইনে কেনাবেচা করা হয় তাকে e-commerce বলে ।
ইকমার্স কত প্রকার ও কি ? কি?
বিভিন্ন ওয়েবসাইটের উপর ভিত্তি করে ইকমার্স ৪ প্রকার । যথাঃ
- ব্যবসা থেকে ভোক্তা
- ব্যবসা থেকে ব্যবসা
- ভোক্তা থেকে ব্যবসা
- ভোক্তা থেকে ভোক্তা
১. ব্যবসা থেকে ভোক্তা
ব্যবসা থেকে ভোক্তা মানে হলো খুচরা ব্যবসায়ীদের নিকট থেকে ভোক্তার মধ্যেকার বেচাকেনা। অর্থাৎ কোনো ভোক্তা যখন কোনো মুদি দোকানদার এর কাছ থেকে কোনো পন্য বা দ্রব্য ক্রয় করে তখন সেটা হলো ব্যবসা থেকে ভোক্তা। আর এই পুরো বিষয় টা যখন অনলাইনে হয় তখন সেটা কে ইকমার্স এর বিজনেজ টু কনজ্যিমার বা সংক্ষেপে B2C বিজনেজ বলে। বিষয় টি আরো পরিষ্কার করে বলতে গেলে আপনি যদি কখনো বাংলাদেশের সবচেয়ে বড় ইকমার্স প্রতিষ্টান দারাজ এ কোনো একটা বিউটি প্রডাক্ট কিনে আপনি ইউজ করেন তবে সেটা হলো বি২সি বা বিজনেজ টু কনজ্যিমার ।
২. ব্যবসা থেকে ব্যবসা
ব্যবসা থেকে ব্যবসা মানে হলো কোনো পাইকার ব্যবসায়ীদের নিকট থেকে খুচরা বিক্রেতার মধ্যেকার বেচাকেনা। অর্থাৎ কোনো খুচরা বিক্রেতা যখন কোনো পাইকার ব্যবসায়ী এর কাছ থেকে কোনো পন্য বা দ্রব্য ক্রয় করে তখন সেটা হলো ব্যবসা থেকে ব্যবসা । আর এই পুরো বিষয় টা যখন অনলাইনে হয় তখন সেটা কে ইকমার্স এর বিজনেজ টু বিজনেজ বা সংক্ষেপে B2B বিজনেজ বলে। বিষয় টি আরো পরিষ্কার করে বলতে গেলে আপনি যদি কখনো বাংলাদেশের সবচেয়ে বড় ইকমার্স প্রতিষ্টান দারাজ এ কোনো একটা বিউটি প্রডাক্ট কিনে আপনি ইউজ না করে সেটা আবার অন্য কারো নিকট বিক্রি করেন তবে সেটা হলো বি২বি বা বিজনেজ টু বিজনেজ ।
৩. ভোক্তা থেকে ব্যবসা
ভোক্তা থেকে ব্যবসা মানে হলো কোনো ভোক্তার নিকট থেকে বিক্রেতার মধ্যেকার বেচাকেনা। অর্থাৎ কোনো বিক্রেতা যখন কোনো ভোক্তার কাছ থেকে কোনো পন্য বা দ্রব্য ক্রয় করে তার ব্যবসা করে তখন সেটা হলো ভোক্তা থেকে ব্যবসা । আর এই পুরো বিষয় টা যখন অনলাইনে হয় তখন সেটা কে ইকমার্স এর কনজ্যিমার টু বিজনেজ বা সংক্ষেপে C2B বিজনেজ বলে। বিষয় টি আরো পরিষ্কার করে বলতে গেলে আপনি যদি বাংলাদেশের সবচেয়ে বড় ইকমার্স প্রতিষ্টান দারাজ এর কোনো সেলার যখন কোনো একজন ভোক্তার নিকট প্রডাক্ট কিনে বিক্রি করে তবে সেটা হলো সি২বি বা ভোক্তা টু বিজনেজ ।
৪. ভোক্তা থেকে ভোক্তা
ভোক্তা থেকে ভোক্তা মানে হলো কোনো ভোক্তার নিকট থেকে অন্য কোনো ভোক্তার মধ্যেকার বেচাকেনা। অর্থাৎ কোনো ভোক্তা যখন কোনো ভোক্তার কাছ থেকে কোনো পন্য বা দ্রব্য ক্রয় করে তখন সেটা হলো ভোক্তা থেকে ভোক্তা । আর এই পুরো বিষয় টা যখন অনলাইনে হয় তখন সেটা কে ইকমার্স এর কনজ্যিমার টু কনজ্যিমার বা সংক্ষেপে C2C বিজনেজ বলে। বিষয় টি আরো পরিষ্কার করে বলতে গেলে আপনি যদি কখনো বাংলাদেশের সবচেয়ে বড় ইকমার্স প্রতিষ্টান দারাজ এ কোনো একটা বিউটি প্রডাক্ট কিনে আপনি ইউজ না করে সেটা আবার অন্য কোনো ভোক্তার নিকট কোনো ব্যবসা বা লাভ না করে বিক্রি করেন তবে সেটা হলো সি২সি বা ভোক্তা টু ভোক্তা।
আশাকরি উপরে ইনফর্মেশন থেকে ই-কমার্স কি, ই-কমার্সের প্রকারভেদ, এবং ই-কমার্স ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এখনো যদি ই-কমার্স সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।
অনেক সুন্দর বুঝিয়েছেন। ধন্যবাদ
ReplyDeleteWelcome
Delete