Best Total Free SEO tools for Blogger |
Best and Total Free SEO tools for Blogger
হাইকোয়ালিটি কনটেন্ট এর পাশাপাশি প্রত্যেক কনটেন্ট ক্রেটর বা ব্লগার যে বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সেটা হচ্ছে এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন)। কারণ প্রত্যেক ডিজিটাল মার্কেটার এই বিষয়ে খুব অবগত যে এসইও ছাড়া কোনো ভাবেই একটা সাইট বা সাইটের কনটেন্ট কোনো সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টের প্র্রথম পেজে আনা সম্ভব না। তাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটা সম্পূর্ণ ফ্রি এসইও টুলস - যার মাধ্যমে আপনি এসইওর অনেক গুরুত্বপূর্ণ কাজ খুব সহজে এবং সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন।
SEO BONGO . COM
বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে যে টুলসটি শেয়ার করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে seobongo.com। এই টুলসটির মাধ্যমে আপনি যা যা করতে পারবেন, তা হলো -
- আর্টিকেল রি-রাইট
- প্লেজিয়ারিজম চেক
- ব্যাকলিংক জেনারেট
- মেটা ট্যাগ জেনারেট
- মেটা ট্যাগ অ্যানালাইজ
- Robot.txt জেনারেট
- XML সাইটম্যাপ জেনারেট
- ব্যাকলিংক চেক
- ওয়েবসাইট রেঙ্ক চেকার
- কিওয়ার্ড ডেনসিটি চেক
এইভাবে ২৮ টি টুলস পাবেন, তাও সম্পূর্ণ বিনামূল্যে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে SEO Bongo একটা বাংলাদেশি ওয়েবসাইট এবং এই ওয়েবসাইট সম্পূর্ণ বাংলা ভাষাতে। এছাড়াও অনেক সময় দেখা যায় আমরা যারা বাংলা ভাষায় কনটেন্ট লিখি তারা বিভিন্ন ইংরেজি ভাষার ওয়েবসাইটে গিয়ে আমরা যেটুল গুলো পাই সেটা শুধু ইংরেজি ভাষার কনটেন্টের জন্য। যার ফলে আমরা যারা বাংলাতে কনটেন্ট লিখি তাদের জন্য এসইও করার যে টুলস দরকার হয় সেটা পাইনা ।
কিন্তু এখন আর কোনো চিন্তা নেই। কারণ আপনার কনটেন্ট যে ভাষারই হোক না কেন সব ধরনের টুলস পেয়ে যাবেন তাও সম্পূর্ণ ফ্রিতে।
Best SEO Tools of SEO BONGO . COM
SEO Bongo তে সকল টুলসই বেষ্ট তবে আমার কাছে যে যে টুলস গুলো সবচেয়ে ভালো লাগছে সেগুলো হলো -
- আর্টিকেল রি-রাইটার
- মেটা ট্যাগ জেনারেটর এবং অ্যানালাইজার
- ব্যাকলিংক জেনারেটর
- কিওয়ার্ড ডেনসিটি চেকার এবং
- পেজ স্পীড চেকার
Best Article Re-writer
আপনার কনটেন্টে যদি কোনো প্লেজিয়ারিজম ধরা পরে তাহলে আপনি চাইলে আপনার কনটেন্টকে খুব সহজেই SEO Bongo এর আর্টিকেল রি-রাইটার দিয়ে রি-রাইট করতে পারবেন। আপনার কনটেন্ট যে ভাষায়ই হোক না কেন সেটা কোনো বিষয় না । যে কোনো ভাষার কনটেন্ট সম্পূর্ণ ফ্রিতে মাত্র তিনটা ক্লিকে রি-রাইট করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে এই সাইটের প্লেজিয়ারিজম চেকার ব্যবহার করতে পারেন।
Meta Tag Generator & Analyzer
কোনো আর্টিকেলের এসইওর অনেকটা নির্ভর করে মেটা ডিসক্রিপশোনের বা ট্যাগের উপর। একটা শক্তিশালী এসইও অপটিমাইজ মেটা ট্যাগ যেকোনো আর্টিকেল রেঙ্ক করাতে সাহায্য করে। আপনি চাইলে আপনার আর্টিকেলের জন্য সম্পূর্ণ এসইও অপটিমাইজ একটা মেটা ট্যাগ জেনারেট করতে পারেন।
এছাড়াও আপনার নিজের তৈরি করা মেটা ট্যাগ কতটা এসইও অপটিমাইজ সেটও মেটা ট্যাগ অ্যানালাইজারের মাধ্যমে চেক করতে পারবেন।
Best Free Backlink Generator
যেকোনো ওয়েবসাইট রেক করাতে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো ব্যাকলিংক। একটা ব্যাকলিক আপনার সাইটকে রেঙ্ক করার পাশাপাশি আপনার সাইটের ডোমেন অর্থরিটি এবং পেজ অর্থরিটি বাড়িয়ে দেয় । তবে এই ব্যাকলিংক জেনারেট করা এতটা সহজ বিষয় নয়। অনেক সময় দেখা যায় কয়েকটা ব্যাকলিংক জেনারেট করতে অনেক টাকা দিতে হয় । আর ফ্রিতে পেলেও সেই ব্যাকলিংক পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়। কিন্তু আপনি চাইলে মাত্র দুই ক্লিকে অনেক গুলো মোটামুটি মানের ব্যাকলিংক নিতে পারেন তাও কোনো ্র প্রকার কোনো খরচ না করে সম্পূর্ণ ফ্রিতে SEO Bongo এর ব্যাকলিংক জেনারেটরের মাধ্যমে।
Best Keyword Density Checker
কিওয়ার্ড ডেনসিটি বলতে বোঝায় আপনার ফোকাস করা কিওয়ার্ডটি কত আপনার ওয়েবসাইটে বা কতবার বসানো হয়েছে তার অনুপাত। সোজা কথায় আপনার আর্টিকেলে কোন কথাটি সবচেয়ে বেশি আছে তার হিসাব।
এটা জানা জেনে কি হবে? কিওয়ার্ড ডেনসিটি না জানলে আমরা আমাদের আর্টিকেলের মূল কিওয়ার্ডটি সম্পর্কে জানতে পারবো না এবং মূল কিওয়ার্ডটি আরো কোন কোন জায়গাতে বসালে ভালো হবে সেটা বুঝতে পারবো না। যা আমাদের সাইটের রেঙ্কে প্রভাব ফেলবে। তাই আমাদের কিওয়ার্ড ডেনসিটি জনাটা খুবই দরকার। আর আপনি চাইলে এই কিওয়ার্ড ডেনসিটি SEO Bongo এর কিওয়ার্ড ডেনসিটি চেকারের মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন।
Best Page Speed Checker
যেকোনো ওয়েবসাইটের লোডিং স্পীড বৃদ্ধি করার আগে আপনাকে জানতে হবে আপনি যে পেজটির স্পীড বাড়াতে চাচ্ছেন সেই পেজের বর্তমান লোডিং স্পীড কত? সেটা জানার জন্য SEO Bongo এর অসাধান একটা টুলস হচ্ছে পেজ স্পীড চেকার । এই পেজ স্পীড চেকারের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার সাইটের বা সাইটের যেকোনো নির্দিষ্ট পেজের স্পীড চেক করতে পারবেন। যদিও গুগলের নিজস্ব একটা পেজ স্পীড চেকার আছে সেটা নাম হচ্ছে Google Page Speed Insights।
আপনি যদি না জেনে থাকেন গুগল পেজ স্পীড ইনসাইটস দিয়ে কীভাবে যেকোনো ওয়েবসাইটের স্পীড চেক করতে হয় তাহলে আমাদের নিচের গাইডটি দেখতে পারেন।
এছাড়াও আপনার ব্লগার সাইট টির লোডিং স্পীড যদি বেশি হয় এবং আপনি যদি না যেনে থাকেন কীভাবে ব্লগার সাইটের পেজের স্পীড বাড়ানো যায়? তাহলে আমাদের নিচে গাইডটি দেখে আপনার ব্লগার সাইটকে করে ফেলুন সুপার ফাস্ট ।
সো বন্ধুরা এই গাইডটি আপনার কেমন লাগলো তা কমেন্টে জানান। কোনো প্রশ্ন থাকলেও কমেন্টে জানাবেন । আমরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। এতক্ষন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
please sene me this tools. Best Total Free SEO tools for Blogger
ReplyDelete