How to check / test website speed performance |
How to check or test website speed performance bangla
আপনি যদি আপনার ওয়েবসাইট লোডিং স্পীড নিয়ে সন্তুষ্ট না হোন তাহলে আপনি আপনার সাইটের লোডিং স্পীড অপটিমাইজ করতে চাইবেন। কোনো সাইটের লোডিং স্পীড অপটিমাইজ করার আগে আপনাকে সর্ব প্রথমে জানতে হবে আপনার সাইটটি লোডিং স্পীড বর্তমানে কত আছে? অর্থাৎ আপনাকে আপনার সাইটের লোডিং টাইম জানতে হবে। কত সেকেন্ডে আপনার সাইটটি লোড হয় সেটা জানতে হবে ।
আপনার সাইটটি যদি ৩ সেকেন্ড বা তার চেয়ে বেশি সময় নেয় লোড হতে তাহলে আপনার সাইটের স্পীড অনেক কম। তাহলে আপনাকে অবশ্যই আপনার সাইটের স্পীড অপটিমাইজ করতে হবে। কীভাবে কোনো ব্লগার ওয়েবসাইটের স্পীড অপটিমাইজ করতে হয় ? সেটা জানার জন্য নিচের গাইডটি দেখুন।
আরো পড়ুনঃ How to increase blogger website speed?
আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকেন এবং আপনি যদি না যানেন কীভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের স্পীড অপটিমাইজ করতে হয় ? তাহলে আমাদের নিচের গাইডটি অনুসরন করে আপনার সাইটকে করে তুলুন সুপার ফাষ্ট।
আরো পড়ুনঃ How to increase WordPress website Speed?
যেকোনো ওয়েবসাইটের লোডিং স্পীড চেক করার জন্য গুগলের একটা টুল আছে। যার নাম হচ্ছে Google Page Speed Insights । এই টুল দিয়ে যেকোনো ধরনের ওয়েবসাইটের স্পীড চেক করতে পারবেন এবং কী কারনে আপনার সাইটের লোডিং স্পীড কম সেটাও এই টুল বলে দিবে। এই টুলের বলে দেওয়া নির্দেশনা মেনে কাজ করলেও আপনার সাইটের লোডিং স্পীডের উন্নতি করা সম্ভব।
সো লোডিং স্পীড চেক করার জন্য আপনাকে সর্ব প্রথমে গুগলের পেজ স্পীড ইনসাইটস এ যেতে হবে। এর পর Enter a Web page URL আপনার সাইটের URL দিতে হবে। এরপর পাশে থাকা Analyze বাটনে ক্লিক করতে হবে।
test website speed performance |
Analyze বাটনে ক্লিক করার পর আপনাকে প্রথমে মোবাইল ডিভাইসে আপনার সাইটের performance কি রকম, কোথায় কোথায় ভুল আছে এবং কীভাবে আপনার সাইটের performance উন্নতি করা যায় তা দেওয়া হবে । আপনি Desktop বাটনে ক্লিক করে Desktop ডিভাইসে আপনার সাইটের performance দেখতে পারবেন এবং কী করতে আপনার সাইটের performance ভালো করা যায় সেটাও বলে দেওয়া হবে।
![]() |
website speed performance |
সো বন্ধুরা এই গাইডটি আপনার কেমন লাগলো তা কমেন্টে জানান। কোনো প্রশ্ন থাকলেও কমেন্টে জানাবেন । আমরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। এতক্ষন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।