ইসিপিএম এর সূত্র কি? ইসিপিএম কীভাবে বের করতে হয়?
ইসিপিএম এর সূত্র কি? ইসিপিএম কীভাবে বের করতে হয়? |
আসসালামু আলাইকুম । এই গাইডলাইনের মাধ্যমে আমি আপনাদের মাঝে ইসিপিএম সম্পর্কে সম্পূর্ন ধারনা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
ইসিপিএম (ইফেক্টিভ কস্ট পার মাইল) হলো প্রতি ১০০০ অ্যাড ইমপ্রেশনে এস্টিমেটেড আর্নিং। এই পদ্ধতিতে আপনি আপনার সাইটে শুধু অ্যাড ইমপ্রেশন করিয়ে টাকা পাবেন।
যত বেশি ইসিপিএম তত বেশি টাকা। তবে ভালো একটা প্রফিট নেওয়ার জন্য আপনার প্রতিটি অ্যাড ইউনিটে যথেষ্ট পরিমাণ ইমপ্রেশনও লাগবে।
ইসিপিএম কীভাবে বের করতে হয়?
ইসিপিএম এর সূত্রঃ (টোটাল অ্যড আর্নিং / ইমপ্রেশন) x ১০০০
উদাহরন স্বরূপ: আপনার যদি ১০০ ডলার ইনকাম হয় ৫০,০০০ ইমপ্রেশন থেকে তাহলে আপনার ইসিপিএম হলোঃ (১০০/৫০০০০)*১০০০ = ২ ডলার
এর মানে হলো আপনি প্রতি ১০০০ ইমপ্রেশনের জন্য ২ ডলার করে পেয়েছেন।