Adsterra থেকে withdraw দিলে কতদিন পর টাকা হাতে আসে?

Adsterra থেকে withdraw দিলে কতদিন পর টাকা হাতে আসে?


Adsterra বর্তমানে অনেক জনপ্রিয় একটি নেটওয়ার্ক। বিষেশ করে যারা অনলাইনে ব্লগিং বা লেখালেখি করেন। সবারই মূল উদ্দেশ্য একটাই। তা হলো টাকা ইনকাম করা। আজকে আমি কথা বলবো Adsterra থেকে withdraw নিয়ে। এই গাইডলাইনে আমি আপনাদের সাথে শেয়ার করবো Adsterra থেকে withdraw নেওয়ার সবচেয়ে সহজ মাধ্যম । 

Adsterra থেকে withdraw দিলে কতদিন পর টাকা হাতে আসে?, Adsterra, Adsterra থেকে withdraw নেওয়ার মাধ্যম সমূহঃ
Adsterra থেকে withdraw দিলে কতদিন পর টাকা হাতে আসে?

Adsterra থেকে withdraw করার বিভিন্ন সিস্টেম বা মাধ্যমে আছে । নিচে সবগুলো মাধ্যমের সর্বনিম্ন কত ডলার হলে উইথড্র করতে পারবেন, উইথড্র দেওয়ার কত দিন পর টাকা হাতে পাবেন সবকিছু শেয়ার করবো।

Adsterra থেকে withdraw নেওয়ার মাধ্যম সমূহঃ


  • Paypal
  • Webmoney
  • Paaxum
  • Bitcoin
  • Tether
  • Inxy Payments
  • Wire Transfer
  • Local Bank Transfer 

Minimum Withdraw :

  • Paypal - 50$
  • Webmoney - 5$
  • Paaxum - 5$
  • Bitcoin - 100$
  • Tether - 100$
  • Inxy Payments - 100$
  • Wire Transfer - 1000$
  • Local Bank Transfer - 50$

Adsterra থেকে withdraw দিলে কতদিন পর টাকা হাতে আসে?

আপনার একিউন্টে যখন মিনিমাম উইথড্র এমাউন্ট হবে তখন আপনি উইথড্র ‍দিতে পারবেন। উইথড্র দেওয়ার পর সাধারনত ব্যাংক ট্রান্সফার এ সময় লাগে ১-৪ দিন । আর বাকি মাধ্যম গুলোতে ইন্সট্যান্ট পেমেন্ট পাওয়া যায়। 

Post a Comment

Previous Post Next Post