How to create responsive table in Blogger without Coding? Blogger Tutorial for Beginners
![]() |
How to create responsive table in Blogger without Coding? Blogger Tutorial for Beginners |
আসসালামু আলাইকুম । নতুন ব্লগার টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমরা জানি ব্লগারে টেবিল তৈরি করার কোনো অফশন নেই। যদি কেউ টেবিল তৈরি করতে চায় তাহলে তাকে অবশ্যই কোডিং এর মাধ্যমে ব্লগার পোষ্টে টেবিল যুক্ত করতে হবে। কিন্তু আমাদের অনেকেই কোডিং জানি না। তাই আজকের এই গাইডলাইনের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে কোনো কোডিং ছাড়া ব্লগারে একটি রেসপনসিভ টেবিল যুক্ত করা যায়?
How to create responsive table in Blogger without Coding?
![]() |
How to create responsive table in Blogger without Coding? |
কোনো কোডিং ছাড়া আপনি যদি ব্লগার পোষ্টে টেবিল যুক্ত করতে চান তাহলে
- প্রথমে আপনাকে আপনার পিছি বা ল্যাপটপে থাকা মাইক্রোসোফ্ট ওয়ার্ডে যেতে হবে।
- এরপর ইনসার্ট এ গিয়ে আপনার খুশি মতো রো এবং কলাম নিয়ে একটি টেবিল ইনসার্ট করে নিতে হবে।
- এরপর টেবিল ডিজাইনে গিয়ে আপনার তৈরি করা টেবিল ডিজাইন করে নিতে পারেন। তবে ডিজাইন না করলেও কোনো সমস্যা নেই।
- এরপর ডিজাইন হয়ে গেলে আপনার তৈরি করা সম্পূর্ণ টেবিলটি কপি করতে হবে।
- এরপর আপনাকে আপনার ব্লগার ড্যাশবোর্ডে যেতে হবে।
- এখন আপনি আপনার যে পোষ্টে টেবিল যুক্ত করতে চান সেই যেতে হবে।
- এরপর আপনার পোষ্টের যেখানে খুশি সেখানে আপনার কপি করা টেবিলটি পেষ্ট করে দিতে হবে।
এভাবে আপনি চাইলে খুব সহজেই কোনো কোডিং ছাড়াই ব্লগার পোষ্টে একটি রেসপনসিভ টেবিল যুক্ত করতে পারেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি চাইলে নিচের ভিডিওটি দেখে আবার চেষ্টা করতে পারেন। তারপরও কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুন।
উপসংহারঃ
সর্বশেষে এই গাইডলাইনের মাধ্যমে আপনি শিখতে পারলেনে কীভাবে মাক্রোসোফ্ট ওয়ার্ডে মাধ্যমে ব্লগার পোষ্টে টেবিল তৈরি করতে হয়। আমাদের গাইডলাইন গুলো ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে শেয়ার করেবেন । ধন্যবাদ।