আসসালামু আলাইকুম । আজকের এই গাইডলাইনের মাধ্যেমে আমি আপনাদের মাঝে শেয়ার করবো How to fix "Page Not Eligible for Rich Results" in Rich Results Tool in Bangla । সো আপনি যখন আপনার সাইটটি গুগল রিচ রেজাল্ট টুল দিয়ে আপনার সাইট টি টেষ্ট করতে যাবেন তখন এই সমস্যা টি আসে। অর্থাৎ আপনার সাইট টি রেডি নয় রিচ রেজাল্ট প্রকাশের জন্য। তো এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার সাইট কে রিচ রেজাল্ট এর জন্য উপযোগী করে তুলতে পারবেন ইনশাআল্লাহ।
![]() |
How to fix "Page Not Eligible for Rich Results" |
How to fix "Page Not Eligible for Rich Results" in Rich Results Tool in Bangla
প্রথমে আপনার সাইট টি নিচের লিংক থেকে চেক করে নেন।
চেক করার জন্য প্রথমে উপরের লিঃক এ ক্লিক করবেন। এরপর আপনার সাইটের লিংক দিয়ে আপনার সাইট টি চেক করে নিতে হবে।
এখন এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ এবং আপনাকে সাবধানে এটি করতে হবে, অন্যথায়, আপনি সমস্যাটি ঠিক করতে পারবেন না ৷ এখন আপনাকে কোডটি খুজে বের করতে হবে। এরপর এই কোডের নিচে, নিচের কোড গুলো পেষ্ট করতে হবে।
<b:if cond='data:view.isHomepage'>
<script type='application/ld+json'>{"@context":"http://schema.org","@type":"WebSite","name":"<data:view.title.escaped/>","url":"<data:view.url.canonical/>","potentialAction":{"@type":"SearchAction","target":"<data:view.url.canonical/>search?q={search_term_string}","query-input":"required name=search_term_string"}}</script>
</b:if>
আপনি যদি উপরের কোডটি সঠিক ভাবে বসাতে পারেন তাহলে আলহামদুল্লিলাহ! আপনি আপনার সাইটের সমস্যা "Page Not Eligible for Rich Results" সমাধান করতে পেরেছেন। এরপর বুজতে না পারলে নিচের ভিডিও টি দেখতে পারেন। ধন্যবাদ।