How to add SEO friendly Meta Tags in Blogger?
![]() |
How to add SEO friendly Meta Tags in Blogger? |
আজকের এই গাইডলাইনের মাধ্যেমে আমি আপনাদের মাঝে শেয়ার করবো How to add SEO friendly Meta Tags in Blogger website? Meta Tags হলো একটি ওয়েবসাইটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মেটা ট্যাগ ছাড়া আপনার ওয়েবসাইটের কোনো পোষ্ট বা ছবি বা লিংক কোনো কিছুই কোনো সার্চ ইঞ্জিনে আপনার দেখাবে না। তাই মেটা ট্যাগ এর গুরুত্ব অনেক বেশি।
কীভাবে মেটা ট্যাগ ব্লগার ওয়েবসাইটে যুক্ত করতে হয়?
১. প্রথমে আপনার ওয়েবসােইটের ড্যাশবোর্ডে গিয়ে থিম অফশনে যাবেন।
২. এরপর কাস্টোমাইজের পাশে থাকা এরো চিহ্ন থেকে Edit HTML এ ক্লিক করবেন।
৩. এরপর নিচের কোডটি কপি করে আপনার সাইটের <head> to </head> ট্যাগের মধ্যে পেষ্ট করে দিবেন।
<title> <b:if cond='data:blog.pageType == "index"'> <data:blog.pageTitle/> <b:else/> <b:if cond='data:blog.pageType != "error_page"'> <data:blog.pageName/> - <data:blog.title/> <b:else/> ERROR 404 - <data:blog.title/> </b:if> </b:if> </title> <!-- Description and Keywords (start) --> <b:if cond='data:blog.pageType == "index"'> <meta content='YOUR DESCRIPTION HERE' name='description'/> </b:if> <meta content='YOUR KEYWORDS HERE' name='keywords'/> <!-- Description and Keywords (end) --> <b:if cond='data:blog.pageType == "item"'> <meta expr:content='data:blog.pageName' property='og:title'/> <meta expr:content='data:blog.canonicalUrl' property='og:url'/> <meta content='article' property='og:type'/> </b:if> <b:if cond='data:blog.postImageUrl'> <meta expr:content='data:blog.postImageUrl' property='og:image'/> <b:else/> <b:if cond='data:blog.postImageThumbnailUrl'> <meta expr:content='data:blog.postImageThumbnailUrl' property='og:image'/> </b:if></b:if> <b:if cond='data:blog.metaDescription != ""'> <meta expr:content='data:blog.metaDescription' name='og:description'/> </b:if> <meta expr:content='data:blog.title' property='og:site_name'/> <meta expr:content='data:blog.homepageUrl' name='twitter:domain'/> <meta expr:content='data:blog.pageName' name='twitter:title'/> <b:if cond='data:blog.postImageUrl'> <meta content='summary_large_image' name='twitter:card'/> <meta expr:content='data:blog.postImageUrl' name='twitter:image'/> <b:else/> <meta content='summary' name='twitter:card'/> <b:if cond='data:blog.postImageThumbnailUrl'> <meta expr:content='data:blog.postImageThumbnailUrl' name='twitter:image'/> </b:if> </b:if> <meta expr:content='data:blog.pageName' name='twitter:title'/> <b:if cond='data:blog.metaDescription'> <meta expr:content='data:blog.metaDescription' name='twitter:description'/> </b:if> <b:if cond='data:view.isHomepage'> <script type='application/ld+json'>{"@context":"http://schema.org","@type":"WebSite","name":"<data:view.title.escaped/>","url":"<data:view.url.canonical/>","potentialAction":{"@type":"SearchAction","target":"<data:view.url.canonical/>search?q={search_term_string}","query-input":"required name=search_term_string"}}</script> </b:if>
৪. Your Description Here এই জায়গায় আপনার সাইটের ডিসক্রিপশন দিবেন এবং Your Keyword Here এই জায়গায় আপনার সাইটের কিওয়ার্ড গুলো দিয়ে দিবেন।
৫. এরপর আপনার সাইট ড্যাশবোর্ড থেকে সেটিংস এ গিয়ে সার্চ ডেসক্রিপশন অফশন টি ইনএবল করে নিন।
কোথাও কোনো সমস্যা হলে বা বুঝতে সমস্যা হলে নিচের ভিডিও টি দেখতে পারেন।
সতর্কতাঃ অনেক ব্লগার টেমপ্লেটে এই কোডটি দেওয়া থাকে তাই আবার এইকোডটি দেওয়ার কোনো মানে হয় না । তাই আপনি যদি এমন একটি টেমপ্লেট ব্যবহার করেন যে টেমপ্লেটে অলরেডি এই কোড দেওয়া আছে তাহলে এই কোডটি ব্যবহার করার কোনো দরকার নেই ।
আশা করি আপনি বুঝতে পারছেন how to add meta tags in blogger website? এই গাইডলাইট টি ভালো লাগলে আপনার বন্ধু দের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ
Useful tutorial
ReplyDelete