বাংলাদেশি ওয়েবসাইটে গুগল এডসেন্স এর সি পি সি রেট কত?

বাংলাদেশি ওয়েবসাইটে গুগল এডসেন্স এর সি পি সি রেট কত?

বাংলাদেশি ওয়েবসাইটে গুগল এডসেন্স এর সি পি সি রেট কত?, Google-Adsense,Adsense-CPC-rate,High Paying Keywords,Google adsense high cpc keywords, Google AdSense cpc rate in Bangladesh
CPC rate in Bangladesh


সিপিসি হচ্ছে কস্ট-পার-ক্লিক। অর্থাৎ প্রতিবার এড ক্লিকের বিনিময়ে প্রদানকৃত অর্থ। অন্য সকল দেশের তুলনায় বাংলাদেশে সিপিসি রেট অনেক কম। তবে সিপিসি রেট শুধু মাত্র স্থানের উপর নির্ভর করে না। এটা এড ইমপ্রেশন এবং এড টাইপের উপরেও নির্ভরশীল। এছাড়াও সিপিসি এড সাইজের উপরেও নির্ভর করে।

এছাড়াও মূল যে বিষয় হচ্ছে সেটা হলো আপনার কনটেন্ট। সিপিসি কনটেন্টের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল। 

বাংলাদেশি ওয়েবসাইটে অ্যাড সাইজ অনুসারে গুগল এডসেন্স এর সি পি সি রেট কত?

  1. ইন পেজ অ্যাড ---০.০৩ ডলার
  2. ইন আর্টিকেল অ্যাড --- ০.০২ ডলার
  3. Anchor---০.২ ডলার
  4. Vignette অ্যাড---০.০২ ডলার

বাংলাদেশি ওয়েবসাইটে ডিভাইস অনুসারে গুগল এডসেন্স এর সি পি সি রেট কত?

  1. মোবাইল--- ০.০২ ডলার
  2. ডেস্কটপ--- ০.০৫ ডলার
  3. টেবলেট--- ০.০৩ ডলার
এগুলো শুধু মাত্র ধারনা দেওয়ার জন্য। মূল সিপিসি তৈরি হবে আপনি কোন বিষয়ের উপর আর্টিকেল পাবলিশ করছেন তার উপর। অনেক নিশ আছে যাদের মিনিমাম সিপিসি হচ্ছে ৫ ডলার এবং সর্বোচ্চ ১০০ বা তারও বেশি হতে পারে। 

Post a Comment

Previous Post Next Post