টাকা ইনকাম করার অ্যাপ বিকাশে | ySense Earning App Review 2023

টাকা ইনকাম করার অ্যাপ বিকাশে | ySense Earning App Review 2023

ySense হচ্ছে একটি জনপ্রিয় সার্ভে ওয়েবসাইট। ySense এর হিউজ পরিমান পজিটিভ রিভিও আছে এবং অনেক ইউজার আছে যারা প্রতিনিয়ত ২০ হাজার ডলার থেকে ১ লক্ষ ডলার পর্যন্ত ইনকাম করেছে। এছাড়াও ySense এর অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে যার মাধ্যমে আপনি চাইলে আরো এক্সা ইনকাম করতে পারবেন। 

New_Earning_Site,earning-app, টাকা ইনকাম করার অ্যাপ বিকাশে, Earning App Review 2023, bd earning site
টাকা ইনকাম করার অ্যাপ বিকাশে

ySense এ অনেক ধরনের সার্ভে এবং অফার আছে যেগুলো করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা সময় ইভেন আপনি কিছু মিনিট সময় খরচ করেও কিছু কিছু সার্ভে করতে পারবেন। 
কিন্তু প্রশ্ন হচ্ছে ySense কি সত্তিই পেমেন্ট করে? ySense কি স্প্যাম নাকি ভালো? যদি ySense ভালো হয় তাহলে ySense থেকে কীভাবে ইনকাম করতে হয়? এই প্রশ্ন গুলোর উত্তর নিয়েই আজকের এই গাইডলাইন। 

ySense কি?

প্রথমে আমরা জানবো ySense কি ? ySense হচ্ছে একটি জনপ্রিয় সার্ভে ওয়েবসাইট। এখানে বিভিন্ন ধরনের সার্ভে কাজ পাওয়া যায়। Alexa রিপোর্ট অনুসারে এটি অনেক জনপ্রিয় একটি সার্ভে ওয়েবসাইট। ySense পৃথিবীর জনপ্রিয় ৬০০০ ওয়েবসাইটের মধ্যে একটি। 

ySense কীভাবে কাজ করে?

মনে করেন কোনো একটি কোম্পানির কোনো একটি বিষয়ে মার্কেট রিচার্জ করে কিছু ডাটা দরকার।এই ডাটা পাওয়ার জন্য ySense এর মতো সার্ভে সাইট গুলো টাকার বিনিময়ে তাদের সাইটে কিছু সার্ভে আপলোড করবে। এরপর যারা সার্ভে গুলোর কাজ করবে তারা যে ডাটা দিবে সেই ডাটা ঐ কোম্পানিকে দিয়ে দিবে। এভাবে মূলত ySense কাজ করে । 

কীভাবে ySense থেকে ইনকাম করতে হয়?

যেহেতু ySense হচ্ছে একটি সার্ভে ওয়েবসাইট সেহেতু ySense থেকে ইনকাম করতে হলে আপনাকে সার্ভে েএর কাজ করতে হবে। এছাড়া রেফার করেও ইনকাম করতে পারবেন। 

ySense Affiliate Program Review

ySense affiliate program থেকে ইনকাম করতে হলে আপনাকে প্রথমে রেফার করতে হবে। আপনার রেফার লিংক পেতে নিচের জয়েন বাটনে ক্লিক করে আপনার ইমেল দিয়ে সাইন আপ করুন। 

sign up on ySense

আপনার রেফার থেকে কেউ যদি ySense এ সাইনআপ করে তাহলে আপনি সাইনআপ বোনাস পাবেন। এরপর তার প্রতিটি ইনকামের কিছু পারসেন্ট আপনি পাবেন। এভাবে চলতে থাকবে।

 কীভাবে ySense এ জয়েন করবেন?

ySense এ জয়েন হওয়ার জন্য নিচের জয়েন বাটনে ক্লিক করে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে। এরপর আপনার ইমেল এ একটি কনফার্মেশন লিংক যাবে। সেই লিংক এ ক্লিক করে আপনার একাউন্ট টি একটিভ করতে হবে। একাউন্ট একটিভ হওয়ার পর আপনার ডিটেলস দিয়ে আপনার একাউন্ট কমপ্লিট করতে হবে। 

sign up on ySense

ySense Earning App Review 2023

ySense এর ওয়েবসাইটের পাশাপাশি একটি মোবাইল অ্যাপস ও আছে । উপরে দেখানো সকল কাজ আপনি চাইলে ySense app  দিয়েও করতে পারবেন। ySense app টি আপনি প্লে স্টর এবং অ্যাপ স্টর দুই যায়গাতেই পেয়ে যাবেন। 

New_Earning_Site,earning-app, টাকা ইনকাম করার অ্যাপ বিকাশে, Earning App Review 2023, bd earning site
ySense earning app review 2023

ySense থেকে কীভাবে উইথড্র করবেন?

ySense থেকে আপনি পেপাল পেইনিওর, স্ক্রিল এবং গিফ্ট কার্ডের মাধ্যমে উইথড্র দিতে পারবেন। 
  1. পেপাল মিনিমাম পেআউট ১০ ডলার এবং সর্বোচ্চ পেআউট ৫০০ ডলার প্রতিদিন
  2. পেইনিওর মিনিমাম পেআউট ৫২ ডলার
  3. স্ক্রিল মিনিমাম পেআউট ৫.০৫ ডলার 

ySense কি তাহলে সত্তিই স্প্যাম?

ySense স্প্যাম নয় । এটি সত্তিই পেমেন্ট করে। কিছু কিছু ইউজার আছে যারা ভুল তথ্য দেয়। ফলে তারা পেমেন্ট পায় না। যদি আপনি ySense  থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে সঠিক তথ্য দিয়ে সার্ভে করতে হবে। অন্যথায় আপনি কোনো পেমেন্ট পাবেন না । ySense এর এমন অনেক ইউজার আছে যারা প্রতিনিয়ত হিউজ পরিমান ডলার ইনকাম করে যাচ্ছে। আপনি যদি সার্ভে করতে না পারেন তাহলে শুধু রেফার করবেন। তাহলেই ভালো পরিমান ইনকাম করতে পারবেন । 

ySense নিয়ে কিছু প্রশ্ন এবং উত্তর?

প্রশ্ন ১ঃ ySense  এর সার্ভে প্রতি কত ডলার পাওয়া যায়?

উত্তরঃ-  ySense  এর সার্ভে প্রতি  ০.৩০ ডলার থেকে সর্বোচ্চ ৮ ডলার পেতে পারেন। 

প্রশ্ন ২ঃ ySense  এর উইথড্র মেথুড গুলো কি কি?

উত্তরঃ- পেপাল, পেইনিওর, স্ক্রিল

প্রশ্ন ৩ঃ ySense  এ সর্বনিম্ন কত ডলার হলে উইথড্র করা যাবে?

উত্তরঃ- ৫.০৫ ডলার হলে স্ক্রিলের মাধ্যমে উইথড্র করতে পারবেন। 

আপনি যদি সৎ ভাবে ySense এ কাজ করেন আমি আশা করি ভালো কিছু ইনকাম করতে পারবেন। এরকম আর্নিং রিলেটেড গাইডলাইন পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ। 

Post a Comment

Previous Post Next Post