How to disable copy paste option in Blogger? Blogger Bangla Tutorial

আসসালামু আলাইকুম। আজকের এই গাইড লাইনে আমি আপনাদের সাথে শেয়ার করবো How to disable copy paste option in your blogger website? আপনার অনেক কষ্ট করে লেখা পোষ্ট বা আর্টিকেল গুলো অন্যকেউ খুব সহজেই কপি করবে এটা কেউই চাইবে না। আপনাদের কথা ভেবেই আজকের এই গাইডলাইন। 

Copy paste option off করার উপকারিতা কি?

  1. বাউনস রেট কমানো যায়
  2. রেংকিং পেতে সাহায্য করে
  3. কপি পেষ্ট কারীদের থেকে আপনার আর্টিকেল গুলো রক্ষা পাবে।
  4. এডসেন্সের ইনভ্যালিড ক্লিক থেকে আপনার ওয়েবসাইট থেকে রক্ষা পাবে।

How to disable copy paste option in Blogger?


নিচের কিছু সাধারন স্টেপ গুলো ফলো করে আপনার সাইট থেকে কপি পেষ্ট অফশন অফ করুন।
  • প্রথমে আপনার ব্লগার ওয়েবাসাইটের  ড্যাশবোর্ডে যাবেন।
  • এরপর থিম অফশনে যাবেন
  • থিম অফশন থেকে কাস্টোমাইজের পাশে থাকা এরো চিহ্ন থেকে Edit HTML এ ক্লিক করবেন
  • এরপর থিমের ভিতরে একটা ক্লিক করে Ctrl+F চেপে সার্চ উইন্ডো আনবেন
  • এরপর "</bodby>" এই কোডটি খুজে বের করে এই কোডটির উপরে নিচের কোড গুলো বসিয়ে দিবেন।

How to disable copy paste option in Blogger code 

<script>
//<![CDATA[
$(document).ready(function() {
//Disable cut copy paste
$('body').bind('cut copy paste', function(e) {
e.preventDefault();
});
//Disable mouse right click
$("body").on("contextmenu", function(e) {
return false;
});
});
//]]>
</script> 


আপনি যদি উপরের ধাপ গুলে স্টেপ বাই স্টেপ করতে পারেন তাহলে আপনাকে অভিনন্দন। কারন আপনি আপনার ওয়েবসাইট থেকে কপি পেষ্ট করার অফশন টি বন্ধ করতে পেরেছেন। এখন আপনি চাইলে চেক করে দেখতে পারেন। তারপরও না পারলে আমার সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post