How to make Keyword Research Tool website using Blogger | Keyword Research Tool Script

How to make Keyword Research Tool website using Blogger

How to make Keyword Research Tool website using Blogger 

আমরা অনেকেই চেষ্টা করি ব্লগার দিয়ে একটা ভালো মানের টুলস ওয়েবসাইট বানানোর । কিন্তু অনেক চেষ্টার পরও তা হয়ে ওঠে না। তাই আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি ব্লগার দিয়ে একটি প্রফেশোনাল কিওয়ার্ড রিছার্চ টুল ওয়েবসাইট বানাবেন ? এছাড়াও থাকবে 

১. এই ধরনের সাইট থেকে ইনকাম করার বিভিন্ন কৌশল 
২. এবং এই ধরনের সাইটে অ্যাডসেন্স পাওয়ার উপায়

প্রথমেই আলোচনা করা যাক ইনকামের বিভিন্ন কৌশল নিয়ে। 

১. কিওয়ার্ড রিছার্চ টুল ওয়েবসাইট থেকে ইনকাম করার বিভিন্ন কৌশল 

বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক আছে যেসব নেটওয়ার্ক এইরকম সাইটেও মনিটাইজেশন দিয়ে থাকে । যেমন Yllix এড নেটওয়ার্ক। এছাড়াও -
  • পেইড প্রোমোশন
  • অ্যাফিলিয়েট মার্কেটিং
  • নিজের প্রডাক্ট এর বিজ্ঞাপন
দিয়ে ইনকাম করা যায়। 

২. কিওয়ার্ড রিছার্চ টুল ওয়েবসাইটে অ্যাডসেন্স পাওয়ার উপায়

এই ধরনের সাইটে অ্যাডসেন্স পাওয়ার উপায় এবং কীভাবে কিওয়ার্ড রিছার্চ ওয়েবসাইট ব্লগার দিয়ে তৈরি করবেন তা জানতে নিচের ভিডিও টি দেখুন। 

Keyword Research Tool Script: Download Now


1 Comments

  1. আইপিডিয়া হলো, আবরার ফাউন্ডেশনের দাওয়াহ বিভাগের একটি প্রকল্প। এপ্রকল্পের ভিশন হলো- দাওয়াহ, গবেষণা, শিক্ষামূলক ও বিষয় ভিত্তিক সুবিশাল মুদ্রিত জ্ঞানকোষ ও ওয়েবসাইট তৈরী করা। এপ্রকল্পের মিশন হলো মুসলিম কিংবা অমুসলিম সকলের জন্য গবেষণানির্ভর, দলিলভিত্তিক, ভারসাম্যপূর্ণ এবং যতদূর সম্ভব বিস্তারিত ও সহজভাষায় ইসলাম সম্পর্কে সহিহ তথ্য তুলে ধরা।

    ReplyDelete
Previous Post Next Post