Make movie review website | Moviekhor Blogger Template Download and Customization
বর্তমানে আমরা যারা ব্লগিং করি তাদের সবার প্রধান সমস্যা হচ্ছে কনটেন্ট এর আইডিয়া খুজে পাইনা। কোনো একটা নিশ নিয়ে কিছুদিন ব্লগিং বা লেখালেখি করার পর কি নিয়ে কনটেন্ট লেখবো সেইটা ভেবে পাই না । যারা এই সমস্যায় জড়জড়িত তাদের জন্য সেরা টিপস হচ্ছে মুভি নিয়ে কাজ করা। মুভি নিয়ে কাজ করলে কোনো কনটেন্ট কি নিয়ে লিখবো সেই সমস্যায় পরতে হবে না ।
এখানে মুভি নিয়ে কাজ মানে মুভি রিভিউ ওয়েবসাইটের কথা বলা হচ্ছে। আপনি যদি মুভি ডাউনলোড সাইট নিয়ে কাজ করেন তাহলে এটা নিশ্চিত থাকে আপনি কোনো অ্যাডসেন্স পাবেন না। আর যদি ভাগ্য বশত পেয়েও যান তাহলেও সেটা কত দিন স্থায়ী হবে সেটা এক আল্লাহ ছাড়া কেউই বলতে পারবেন না। তাই এইসব বিষয় মাথায় রেখে আজকে আমাদের টপিক ”কীভাবে ব্লগার দিয়ে মুভি রিভিউ ওয়েবসাইট তৈরি করা যায়?”
How to right movie review ?
1. প্রথমে আপনি যে মুভিটি রিভিউ করবেন সেই মুভি টি দেখবেন।
২. এরপর মুভিটি সম্পর্কে ভালো ভাবে জানবেন, মুভিটির ক্যারেকটার সম্পর্কে জানবেন।
৩. এরপর মুভিটি সম্পর্কে আপনার মতামত লিখে আপনার ওয়েবসাইটে পোষ্ট করবেন।
Moviekhor Blogger Template Free Download
আমরা আমাদের সাইটটি তৈরি করতে যে ব্লগার টেমপ্লেট টি ব্যবহার করবো সেটি হলো MovieKhor blogger template। যেকোনো মুভি রিভিউ ওয়েবসাইট তৈরি করার জন্য এই টেমপ্লেটটি বেষ্ট। এই টেমপ্লেটের মাধ্যমে আপনি আপনার রিভিউ করা মুভি গুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ভাবে ডিসপ্লে করতে পারবেন। এছাড়াও টেমপ্লেটটি এসইও ফেন্ড্রলি এবং এডস রেডি টেমপ্লেট । তাই আপনি নিশ্চিতে এই টেমপ্লেট টি আপনার সাইটে ব্যবহার করতে পারবেন।
Moviekhor Blogger Template Free Download: Free Download
Moviekhor Blogger template Documentation : Go Now