XML Sitemap কি?
XML Sitemap হলো একটি ফাইল যে ফাইলে আপনার ওয়েবসাইটের সকল পোষ্ট এবং পেজগুলো থাকে এবং এই ফাইল থেকেই সকল ধরনের সার্চ ইঞ্জিন (যেমন গুগল ইয়াহু, বিং) তাদের ডাটাবেজে আপনার সাইটের কনটেন্টগুলো ইনডেক্স করতে থাকে ।
গুগল XML, RSS, বা ATOM ফরমেটে সাইটম্যাপ নিয়ে থাকে। গুগল সবসমই XML সাইটম্যাপ এবং RSS বা ATOM ফিড ব্যবহার করতে পরামর্শ দেয়।
How to Generate XML Sitemap for Blogger Blog
User-agent: *Disallow: /searchAllow: /Sitemap:https://yourdomain.blogspot.com/sitemap.xml?redirect=false&start-index=1&max-results=500
--- প্রথমে উপরের কোডটি কপি করুন
--- এরপর yourdomain এই স্থানে আপনার ডোমেনের নাম দিন। আপনার সাইটে যদি কাস্টম ডোমেন এ্যাড করা থাকে তাহলে .blogspot এইটুকু রিমুভ করে দিন
আপনি সফল হয়েছেন এবং আপনি আপনার সাইটের জন্য XML Sitemap Generate করে ফেলেছেন। এখন এই কোডটি নিয়ে কি করবেন? বা যে কোডটি আপনি জেনারেট করেছেন সেটার কাজ কি ?
আপনার জেনারেট করা XML Sitemap কোডটি আপনার সাইট Google Search Console এ সাবমিট করার কাজে প্রয়োজন হবে।
How to Submit blogger website on Google Search Console and Index on Google
১. প্রথমে আপনার সাইটের ড্যাশবোর্ডে যাবেন।
২. ড্যাশবোর্ড থেকে সেটিং এ যাবেন।
৩. এরপর নিচের দিকে গেলে দেখতে পারবেন আপনার Crawlers and Indexing পার্ট।
Blogger + Google Search Console |
৪. এখন Custom robot.txt enable করবেন
৫. এরপর Custom robot.txt তে ক্লিক করে আপনার জেনারেট করা XML Sitemap টি পেষ্ট করে দিবেন ।